নীলেশ দাস,আসানসোল:-স্বাধীনতা দিবস কে সামনে রেখে বিভিন্ন জায়গার পাশাপশি পশ্চিম বর্ধমান সীমান্ত এলাকা ডাবুরডিহি চেক পোস্ট নাকা চেকিং করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে। তাই আসানসোলের পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমান্তবর্তি এলাকা ডুবুরডিহি চেক পোস্ট পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেলো। ঝাড়খণ্ড থেকে আগত দু'চাকা ও চারচাকা গাড়ি থামিয়ে চলছে পুলিশের তল্লাশি। এদিন কুলটি ট্রাফিক ও কুলটি থানার চৌরাঙ্গীফাঁড়ির পুলিশের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে জন্য নাকা চেকিং করা হয় বলে পুলিশ সূত্রে খবর।