Type Here to Get Search Results !

কুয়ো থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়

সোমনাথ মুখার্জী, অন্ডাল :- কুয়ো থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া গ্রামের ।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত্রে ছোড়া গ্রামের গোয়ালা পাড়ায় কুয়ো থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ । গ্রামেরই বাসিন্দা মৃত ব্যক্তির নাম গৌতম গোপ (৩০) । পরিবার সূত্রে জানা যায় গৌতম গোপ জামুরিয়া এলাকায় একটি বেসরকারি কারখানায় কাজ করতেন । মঙ্গলবার আত্মীয়র বাড়ি যাচ্ছি এই বলে সে বাড়ি থেকে বের হয় । 

তারপর থেকে তার কোনো খোঁজ পায়নি বাড়ির লোকেরা । বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ পাড়ার একটি সরকারি কুয়োতে গৌতম এর মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা । খবর দেওয়া হয় বনবহাল পুলিশ আউটপোস্টে । পুলিশ এসে রাত্রি দশ-টা নাগাদ কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করে । শুক্রবার দেহটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় । মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad