নিজস্ব প্রতিনিধি:- এদিন পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের একটি পরিবার চিকিৎসা করাতে বলগনা থেকে বর্ধমানের উদ্যেশে মারুতি ভ্যানে যাচ্ছিলো। বর্ধমান যাবার পথে সসুন দীঘি এলাকায় একটি ট্যানেলের কাছে বর্ধমানের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, গাড়ির চালক ও আরো চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ।লরির চালক ও খালাসি পলাতক ।
স্থানীয়দের অভিযোগ,এর আগে এই ট্যানেলের রাস্তার উপর বাম্পার করা ছিলো, পরবর্তী সময়ে রাস্তা সংস্কার হবার পর সেই বাম্পারটি বিলুপ্ত হয়ে যায় ফলে বারংবার এইরকম দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবি পুনরায় এই ট্যানেল এর কাছে বাম্পার তৈরি করা হোক।
