তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঁকসার আমানিডাঙ্গা আদিবাসী পাড়া ও কাঁকসার ঝিনুক গড়ে আদিবাসী পাড়ায় জনসংযোগ বাড়াতে আদিবাসীদের সাথে দেখা করলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সাবিরুল মল্লিক। আদিবাসী গ্রামগুলিতে মানুষদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা গুলি আদিবাসী মানুষদের কাছ থেকে শুনে তা লিপিবদ্ধ করেন গ্রাম পঞ্চায়েত প্রধান।
গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সিং জানিয়েছেন এলাকার মানুষরা পানীয় জলের সমস্যা,ও নিকাশি নালার সাফাই করার কথা জানিয়েছেন। তিনি দ্রুত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন।একই সাথে আদিবাসী মানুষদের হাতে মাক্স বিতরণ করেন এবং আদিবাসী মানুষদের করোনার তৃতীয় ঢেউ থেকে নিজেদের সুরক্ষিত থাকার জন্য পরামর্শ দেন।এদিন ছোট ছোট শিশুদের মধ্যে মাক্স বিতরণ করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান।
