সোমনাথ মুখার্জী,লাউদোহা:- দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর পঞ্চায়েতের অন্তর্গত হেঁতেডোবা গ্রামে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকে ইলেকট্রিসিটি না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা আজ লাউদোহা দুর্গাপুর যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । রাস্তা অবরোধ হয়ে পড়ায় শিল্প তালুকের তালুকের যান চলাচল বন্ধ হয়ে যায় ।
গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুৎ দপ্তর থেকে ঘাটানেস্থে কেউ আসেন নি। গ্রামবাসী তাপস ঘোষ ও অরূপ ঘোষরা জানান স্থানীয় যারা বিদ্যুৎ দপ্তরের কাজ দেখেন তারা জানিয়েছেন পনেরো দিন পর কারেন্ট আসবে । আর এটা শুনেই গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন।
ঘটনাস্থলে আসে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। তবে গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন যে যদি তাদের গ্রামে অবিলম্বে বিদ্যুৎ না আসে তাহলে আর বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।