সোমনাথ মুখার্জি, অন্ডাল :-করোনার দ্বিতীয় ঢেউ শেষ হতেই করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে দেশবাসী । তারই মধ্যে আবার পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব । করোনা সংক্রমণ এড়াতে সরকার বার বার সামাজিক দূরত্ব, মাস্ক পরার নিদান দিয়ে এসেছেন । কিন্তু সরকারের কোরোনা বিষয়ক সমস্ত কিছু বিধিনিষেধকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে কোরোনা ভ্যাকসিন নিতে আসা মানুষজন একেবারে গাদাগাদি করে দাঁড়িয়ে ভ্যাকসিন নেওয়া অপেক্ষায় । বুধবার এমনটাই চিত্র দেখা গেল অন্ডাল ব্লকের উখরা খাঁদরা বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে।
কিন্তু ভ্যাকসিন নিতে আসা অসহায় মানুষদের অভিযোগ , স্বাস্থ্যকেন্দ্রের তরফে মাইকিং করা হয়েছিল এলাকায় যে আজ ভ্যাকসিন দেওয়া হবে তার জন্য নাম নথিভুক্ত করতে হবে । আর সেইজন্যই এলাকার প্রচুর মানুষ ভোর চারটে থেকে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে নাম লিখিয়ে ভ্যাকসিন নেবার জন্য ভিড় করেছিলেন । ভ্যাকসিন নিতে আসা লোকেদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্র ভ্যাকসিন দেওয়ার জন্য মাইকিং করেছিলেন কিন্তু করেননি কোনো সঠিক লাইনের ব্যবস্থা । তাই একেবারে মহিলা পুরুষ গাদাগাদি করে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন । ভ্যাকসিন নেওয়ার লাইনে দাঁড়িয়ে বহু বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়েন। ভিড় সামাল দিতে ব্যর্থ প্রশাসন এমনটাই অভিযোগ ভ্যাকসিন নিতে আসা মানুষদের । যদিও এই অনিয়মের ব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
বহুলা এলাকার ভ্যাকসিন নিতে আসা রাহুল নুনিয়া অভিযোগ করেন ,তিনি ভোর তিনটে থেকে স্বাস্থ্যকেন্দ্রের নাম লিখিয়েছিলেন ভ্যাকসিন নেবার জন্য । প্রথমে স্বাস্থ্যকেন্দ্রের তরফে বলা হয়েছিল নাম নথিভুক্ত করাতে হবে ।তাই ভোর ভোর তিনি এসে নাম লিখিয়েছিলেন ।কিন্তু বেলা বাড়তেই হঠাৎ করে স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয় লাইন দিয়ে ভ্যাকসিন দেওয়া হবে । এরপরই পড়ে যায় হুড়োহুড়ি লাইনের কোনো ব্যবস্থা নেই স্বাস্থ্যকেন্দ্রের এমনটাই অভিযোগ । তিনি জানান বহু বয়স্ক মানুষ ভিড়ের চাপে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ছেন । কিন্তু পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ । করোনার হাত থেকে বাঁচতে ভ্যাকসিন নেওয়া অথচ ভ্যাকসিন নিতে এসে করোনা সংক্রমণ ছড়ানোর ভয় । একেবারে হাজার খানেক মানুষ ভিড়ে গাদাগাদি করে ভ্যাকসিন নেবার জন্য হুড়োহুড়ি ফেলেছেন অন্ডাল ব্লকের খাঁদরা বিশ্বেশ্বরী স্বাস্থ্যকেন্দ্রে ।