তবে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার লক্ষ্যে সেন্ট্রাল ডিসপ্যাচ সিস্টেম কার্যকর করে রাখার জন্য সেই দপ্তর টিকেই একমাত্র এজেন্ট কার্যালয়ের মধ্যে কাজ করার অনুমতি দেওয়া হয়। শেষ পাওয়া খবর টানা নজরদারি চালিয়েছেন ওই দলের সদস্যরা।
এরপর দুপুর নাগাদ এজেন্টকে সঙ্গে নিয়ে এজেন্ট কার্যালয়ে ঢোকে সিবিআইয়ের দুই সদস্যের দল।
এদিন কোলিয়ারির এজেন্ট (এসসি মৈত্র) এজেন্ট কার্যালয়ের দরজায় তালা লাগার বিষয়টি লক্ষ্য করে সেই বিষয়টি জানতে চাইলে, ভিজিলেন্স দপ্তরের আধিকারিকেরা তড়িঘড়ি পৌঁছে তারাই কার্যালয়ে তালা লাগিয়েছেন বলেই জানান। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বার্তার পর সিবিআইয়ের দুই সদস্যে কে সঙ্গে নিয়ে নিজের কার্যালয়ের উদ্দেশ্যে যান বলে সূত্রের খবর।