নীলেশ দাস, আসানসোল :- তৃতীয় ঢেউকে সামনের রেখে অভিযান হীরাপুর থানা পুলিশের। পাশাপাশি সজাগ করে সাধারণ মানুষদেরকে। করোনা কামড়ে অতিষ্ট সমগ্র দেশ,দেশের সাথে রাজ্যের মানুষরাও । যদিও রাজ্যে সরকারের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন বিভিন্ন ভাবে অভিযানের পাশাপাশি সচেতনতা বার্তা সত্বেও কোনো ভুরুক্ষেপ নেই পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষদের।
অন্যদিকে বিশেষজ্ঞদের মতামত করোনা তৃতীয় ঢেউ আরো মারাত্বক হতে পারে বলে মনে করছেন। তবে এই করোনা তৃতীয় ঢেউ থেকে বাঁচতে রাজ্য সরকার একটি গাইড লাইন তৈরি করেছে। বিনা মাস্কে কোনো মানুষ বাইরে যেনো না বেরহন এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। নিয়ম মোতাবেক স্যানিটাইজার ব্যাবহার করতে হবে। বুধবার সেইরকমই দেখা গেলো পশ্চিম বর্ধমানের বার্নপুরের হীরাপুর থানা এলাকায়। পথচলতি মানুষকে তৃতীয় ঢেউকে সামনে রেখে সজাগ করতে এই অভিযান চালানো হয়।
সম্প্রতি , দ্বিতীয় ঢেউ পার হতে না হতেই রাজ্যে নাড়া দিয়েছে তৃতীয় ঢেউ আর এই ঢেউ থেকে বাঁচতে পথে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট হিরাপুর থানার পুলিশ। পথচলতি মানুষ থেকে শুরু করে অটো ও টোটো বা বাসে যাত্রী এবং চালকদের মুখে মাক্স পরিয়ে দেওয়ার পাশাপাশি বাজারে দোকানদার ও ক্রেতাদের মাস্ক পরিয়ে দেন হীরাপুর থানায় পুলিশ আধিকারিকরা। অন্যদিকে যারা মাস্ক না পরে হাঁটাচলা করছেন বা বাজারে যাচ্ছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে করোনার তৃতীয় ঢেউ যে বিপদজনক ভূমিকা নিতে পারে সেই সম্বন্ধে মানুষদের বুঝিয়ে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।