নীলেশ দাস ,আসানসোল :- বেশ কয়েক দিন ধরে গাছ কেটে নেওয়া অভিযোগ উঠে আসছিল সালানপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে। এককথায় বললেই চলে গাছ মাফিয়াদের রমরমা বাজার। গাছে পেরেক মেরে ক্যামিকেল মিশিয়ে গাছকে মেরে ফেলা হচ্ছে। এছাড়াও দিনের বেলায় রাস্তার পাশে বহু পুরাতন গাছগুলি কিছু মানুষের দমদার মানুষের সহযোগিতা নিয়ে গাছ মাফিয়ারা রাজ চলাচ্ছেন।
এই গাছ কাটার খবর বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিছু মানুষ রয়েছেন বিভিন্ন অজুহাত দেখিয়ে অনুমতি নিয়ে গাছ কেটে ফেলেছেন,কিন্তু বনদপ্তর থেকে সেই সব মানুষকে অন্য কোনো জায়গায় গাছ লাগাতে বলেও তারা গাছ লাগায় না আর লাগলেও সেই গাছের ঠিক মত রক্ষণাবেক্ষণ হয়না। আজকের দিনে সমস্ত মানুষের প্রয়োজনীয় জিনিস হলো অক্সিজেন, গাছ না থাকলে অক্সিজেন কোথায় থেকে আসবে।
তাই বুধবার সালানপুর ব্লকের রূপনারায়ানপুর বনদপ্তরে যান দুর্গাপুর ডিভিশনের ডি.এফ.ও নীলরতন পান্ডা, তিনি এদিন সব কিছু ক্ষতিয়ে দেখেন কোথায় কি প্রজাতির গাছ কাটা হয়েছে।
এই প্রসঙ্গে তিনি বলেন, গাছ কাটা হচ্ছে অপরাধ,যেকোনো প্রজাতির গাছ হোক না কেনো,মূলত কারণ ছাড়া গাছ কাটা উচিত নয়, যারা এই কাজ করে থাকে তারা সবাই অপরাধী।তার পাশাপাশি তিনি আরো বলেন বনদপ্তরের কাজ হচ্ছে গাছের রক্ষা করা কিন্তু যে সব সামাজিক সংগঠন সংস্থা রয়েছে বা সাধারণ মানুষজন রয়েছে তাদেরও কর্তব্য হচ্ছে গাছ কে রক্ষা করা।