নিজস্ব প্রতিনিধি:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন মহিলার। দু্র্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। সবার বাড়ি পূর্ব বর্ধমানের গলসির লোহার পাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় ২ নম্বর জাতীয় সড়ক ধরে গলসি থেকে গলিগ্রামে মাঠের কাজে করতে যাচ্ছিলেন চারজন ক্ষেতমজুর। ওই সময় গলসি ও গলিগ্রামের মাঝামাঝি জায়গায় পিছন থেকে কোন একটি বেপরোয়া গাড়ি তাদের পিষে দেয়।
দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।গুরুতর জখম একজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।তবে ঘাতক গাড়িটি ধাক্কা মেরে পালিয়ে যায়। মৃত তিনজনের নাম শিউলি লোহার(২৮), বাড়ি উত্তর গলসি।গায়ত্রী বাগ(৫০) ও জবা বাগের(২৮) বাড়ি গলসির বাবলায়।আশঙ্কাজনক অবস্থায় বর্ধমানের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রুমা লোহার। তাঁর বাড়ি উত্তর গলসি এলাকায়।