তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুদবুদের মনকর রোডে গলসি ১ নম্বর ব্লকের বিডিও অফিসে রোগী কল্যাণ সমিতির বৈঠক হলো বুধবার। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক নেপাল ঘরই। এছাড়াও উপস্থিত ছিলেন গলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রকেয়া, সহকারি সভাপতি অনুপ চ্যাটার্জী, বিডিও দেবলীনা দাস,পুরষা ব্লক হাসপাতালের আধিকারিকরা।
পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি অনুপ চ্যাটার্জী জানিয়েছেন। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই ব্লক প্রশাসন স্বাস্থ্য কেন্দ্র গুলিকে প্রস্তুত রেখেছেন। করোনার জন্য গত কয়েক মাস আগে অক্সিজেনের হাহাকার পরে চারিদিকে। তাই অক্সিজেনের যোগান দিতে পুরষা হাসপাতালে তৈরি হতে চলেছে অক্সিজেন প্লান্ট।
দ্রুত অক্সিজেন প্লান্টের কাজ শুরু হবে এবং আগামী মাসে তার শুভ সূচনা করা হবে বলে জানিয়েছেন অনুপ বাবু।সেই বিষয়ে ব্লকের আধিকারিকদের নিয়ে এদিন বৈঠক করেন গোলসি বিধায়ক নেপাল ঘড়ুই।