তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক অসহায় যুবকের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে কাঁকসায় বিশেষভাবে সক্ষম ১ যুবককে ট্রাইসাইকেল দিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যা স্বপ্না বৈদ্য। কাঁকসার নতুন পাড়ার বাসিন্দা মহেন্দ্র রায়ের পরিবারে আর্থিক অনটনের জেরে অসহায় হয়ে পড়া মহেন্দর রায় বৃদ্ধ বাবা-মার জন্য বাজার ঘাট করতে পারতেন না। এমনকি মহেন্দ্র রায় অসুস্থ হয়ে পড়লে বৃদ্ধ বাবাকে কোলে করে নিয়ে হাসপাতালে যেতে হতো। অসহায় মহেন্দর রায়ের খবর জানতে পেরে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যা স্বপ্না বৈদ্য নিজের উদ্যোগে মহেন্দর কে একটি ট্রাই-সাইকেল উপহার দেন।
পঞ্চায়েত সদস্যা সপ্না বৈদ্য জানিয়েছেন, মহেন্দরের বাবা মা বৃদ্ধ। বাজার ঘাট করতে গেলে একমাত্র ভরসা মহেন্দর। কিন্তু সে কিভাবে বাজার ঘাট করবে সেই নিয়ে চিন্তায় পড়েছিলেন। সেই খবর জানতে পেরে তাই তাকে ট্রাইসাইকেল টি উপহার দেওয়া হয়েছে যাতে সে বাজার ঘাট করতে পারবে তার সাথে যদি কখনো মহেন্দর অসুস্থ হয়ে পড়ে তবে তার বৃদ্ধ বাবা তাকে কোলে করে করে না নিয়ে ট্রাইসাইকেলে চাপিয়েই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারবেন। এছাড়া আগামী দিনে ওই পরিবারের পাশে দাঁড়িয়ে যেকোনো ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।