তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একগুচ্ছ দাবি কে সামনে রেখে পানাগর রেল স্টেশনে বিক্ষোভ সভা করলেন বাম কর্মী সমর্থকরা। বুধবার বিকেলে পানাগর রেলস্টেশনের সামনে বাম যুব সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে আসানসোল বর্ধমান রুটের সমস্ত লোকাল ট্রেন চালু করার দাবিসহ রেলের হকারদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন এর ব্যবস্থা করা হোক কয়েক দফা দাবিতে এদিন বিক্ষোবের সামিল হন বাম যুব কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ সভা করার পাশাপাশি এদিন পানাগর স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেন বাম যুব সংগঠনের কর্মীরা।বাম কর্মীরা জানিয়েছেন একদিকে করোণার জেরে অসহায় হয়ে পড়েছেন বহু নিত্যযাত্রী এবং রেলের হকাররা। যে সমস্ত রেলের যাত্রীরা লোকাল ট্রেনের উপর ভরসা করেই নিজেদের কর্মস্থলে এতদিন যেতেন।
লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বাসে চেপে দ্বিগুণ ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে কর্মস্থলে। ফলে রোজকার এর থেকে বেশি ব্যয় হচ্ছে বহু কারখানার শ্রমিকদের এবং নিত্যযাত্রীদের। তাই আসানসোল বর্ধমান লোকাল ট্রেন চালু হলে গরীব সাধারন মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তাই আসানসোল বর্ধমান রুটের লোকাল ট্রেন চালু করার দাবি সহ একাধিক দাবিতে বুধবার বিক্ষোভ করা হয়।