নিজস্ব প্রতিনিধি:- দু'দিনের প্রবল বর্ষণে জমির রোয়া ধান জলের তলায়।চরম ক্ষতির আশঙ্কায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চাষীরা।বুধবার খণ্ডঘোষ ব্লকের বড় গোপীনাথপুর এলাকার কৃষকরা বর্ধমান বৈঁয়াইচণ্ডী রাস্তা অবরোধ করে।স্থানীয় বাসিন্দারা জানান এলাকার বিঘের পর বিঘে খরিফের জমি জলের তলায়।সব জমিতেই ধান রোয়া হয়ে গেছে। এখন জল জমে থাকায় সব ধান গাছ পচে যাবে।
প্রশাসনের কাছে জলনিকাশী নালা সংস্কারের জন্য দরবার করেও কোন কাজ হয় নি।ফি বছর জল জমে এলাকার ধানের ক্ষতি হয়।বর্ধমান আরামবাগ রোডের কালভার্টগুলি দীর্ঘদিন সংস্কার না হওয়ার জন্যই জল জমে যাচ্ছে।ফসলের ক্ষতি হচ্ছে। প্রতিবাদে বর্ধমান বৈঁয়াইচণ্ডী রাস্তা অবরোধ করে কৃষকরা। ঘটনাস্থলে যায় খণ্ডঘোষ থানার পুলিশ ও ব্লক আধিকারিকেরা। সমস্যা সমাধানের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।