প্রতিনিধি,দুর্গাপুর:- একদিকে দুদিনের ভারী বৃষ্টির জেরে জেরে জলমগ্ন গোটা এলাকা। তার উপর দামোদর নদ থেকে জল ছাড়ার ফলে দামোদর নদের জল ঢুকতে শুরু করেছে দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন দামোদর নদের তীরবর্তী সোনাই চন্ডি পুর এলাকায়।
এলাকায় দামোদর নদের জল প্রবেশ করায় সমস্ত চাষের জমি জলের তলায় ডুবে গেছে। জল ঢুকতে শুরু করেছে সোনাই চন্ডি পুর এলাকায় সমস্ত বাড়িগুলি তে।জল বন্দি হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা।