শুক্রবার রাতে এই ধসের ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানান। শনিবার সকালে ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধসের পর কোনো রকম দুর্ঘটনা এড়াতে ইসিএল আধিকারিকরা ঘটনাস্থল ফেন্সিং দিয়ে ঘিরে রেখেছেন । এভাবে বিশাল জায়গাজুড়ে ধসের কারণে মাটি তলিয়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ।
ধসকবলিত এলাকায় সামনেই রয়েছে জনবসতি । স্বাভাবিক ভাবেই ধসের কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।স্থানীয় বাসিন্দা রাজেন দাস জানান ,একেবারে জনবসতি সামনেই এভাবে ধসে যাওয়ার ঘটনায় আতঙ্কিত তাঁরা । যেকোনো সময় মাটির তলায় জনবসতি এলাকাও তলিয়ে যেতে পারে বলেন আতঙ্ক এলাকায় । যদিও ইসিএলের তরফে খাস্তা জোড়া কোলিয়ারির জেনারেল ম্যানেজার এস দত্ত জানান ,এই এলাকাটি শামসাদ এলাকা ছিল স্কুলের তরফে বোর্ডও লাগানো হয়েছিল ছিল ফেন্সিং। কেউ সেগুলি ভেঙে দিয়েছে। হঠাৎ করে প্রবল বৃষ্টির কারণে ফের ধস হওয়ায় নতুন করে লাগানো হয়েছে ফেন্সিং বসানো হয়েছে গার্ড । তাতে কোনো রকম দুর্ঘটনা আর না ঘটে ।