প্রতিনিধি, দুর্গাপুর:- দুর্গাপুরের দুই সাংবাদিকের স্মৃতিতে ভ্রাম্যমান বাসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো দুর্গাপুরের সিটি সেন্টারে।দুর্গাপুরের চিত্র সাংবাদিক দীপক গুরুং এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১শে জুলাই শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে।
পাশাপাশি দুর্গাপুরের আরো এক সদ্যপ্রয়াত সাংবাদিক তাপস চ্যাটার্জীর স্মরণসভারও আয়োজন করা হয় এদিন। দুর্গাপুরের সিটি সেন্টারে প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের সাংবাদিক, চিত্রসাংবাদিক ও বিশিষ্টজনেরা । অনুষ্ঠানে সাংবাদিকরা রক্তদান করেন ।
প্রসঙ্গত দুর্গাপুরের এক চিত্রসাংবাদিক দীপক গুরুং বছর ৮ আগে এক পথদুর্ঘটনায় মারা যান । তারপর থেকেই তাঁর স্মৃতিচারণায় সাংবাদিক বন্ধুরা এই দিনটিকে তাঁর স্মরণে পালন করে থাকেন ।আজ ৩১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।