নিজস্ব প্রতিনিধি:- গতকাল রাতে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে পাকড়াও করল পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিস। ধৃতদের নাম শেখ রাজন (২৬) ও শেখ সামসুল আলম ওরফে রণি (১৮)। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার রাতে রায়না দিঘির পাড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ।সন্দেহ হওয়ায় সেই সময় দুটি বাইক আটকায় কর্তব্যরত পুলিশ। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, রূপোর চেন, ও নগদ টাকা উদ্ধার হয়। পাশপাশি মোটর সাইকেল দুটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবং কোনো নম্বর প্লেট না থাকায় দুটি মোটর সাইকেলকেও আটক করা হয়েছে।
পুলিসের নাকা চেকিং চলার সময় তারা ধরা পড়ে যায় পাঁচজন। সুযোগ বুঝেই রাস্তার পাশে জলমগ্ন মাঠ দিয়ে পালিয়ে যায় তিন দুষ্কৃতি। দুজনকে গ্রেপ্তার করে পুলিস। দুটি চোরাই বাইক, আগ্নেয়াস্ত্রসহ রূপোর চেন ও নগদ টাকা উদ্ধার হয়েছে ধৃতদের কাছ থেকে।শনিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।পুলিশ ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়েছে আদালতের কাছে।