তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত কয়েকদিন আগে কাঁকসার আরা শিব তলা এলাকায় এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার পর ফের বৃহস্পতিবার রাত্রে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটলো। তিনটি বাড়িতেই কেউ না থাকার কারণে দরজার তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে চুরি করে চোরের দল।
স্থানীয়দের অনুমান দিনের বেলায় চোরের দল খোঁজ রাখে কোন বাড়ি ফাঁকা বা কোন বাড়িতে বাড়ির মালিকরা থাকছে না তারপরই রাত্রে সেই সমস্ত বাড়িতে চুরি করতে ঢুকেছে চোরের দল।
৮৫ বছরের বৃদ্ধ তথা অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীর বাড়িতে চুরি হয় বৃহস্পতিবার গভীর রাত্রে। প্রণব বাবু জানিয়েছেন তিনি তার ঘরে ঘুমাচ্ছিলেন ঘুম ভেঙ্গে বাথরুম থেকে ফিরে দেখেন জানালার সামনে তার মেয়ের হ্যান্ড ব্যাগ রাখা। জানালার সামনে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্কার করতেই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে চোরের দল।
প্রণব বাবুর মেয়ে এক নার্সিং কলেজের অধ্যক্ষা। প্রণব বাবুর চিৎকার শুনে সকলে ছুটে এসে হ্যান্ড ব্যাগ খুলে দেখেন ব্যাগ থেকে নগদ কুড়ি হাজার টাকা তিনটি পেনড্রাইভ এবং ক্রেডিট কার্ড নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
অপরদিকে মনিকা দীক্ষিত নামের এক মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার বাড়ির একটা অংশ ভাড়া দেওয়া হয়েছে ,ভাড়াটের ঘরে তালা ভেঙে ঢোকে চোরের দল। সেখানে চুরি করার মত কোন সামগ্রী না থাকায় বাথরুম থেকে লোহার কল খুলে নিয়ে পালায় চোরেরা।
পাশেই বাড়ি দিব্যজ্যোতি রায় নামের এক ব্যক্তির তিনি গুহাটিতে থাকেন তাই নিজের বাড়ি তিনি ভাড়া দিয়েছেন। ভাড়াটে বাড়িতে না থাকার সুযোগে বহু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা।
খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে এবং শুক্রবার সকালে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।স্থানীয় বাসিন্দাদের দাবি পুলিশ মোতায়েন করা হোক ওই এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য লকডাউন এর সুযোগ নিয়ে চোরেরা ফাঁকা বাড়ি এবং যে সমস্ত বাড়িতে সদস্য সংখ্যা কম সেই সমস্ত বাড়িগুলিতে চুরির ঘটনা ঘটাচ্ছে।