সোমনাথ মুখার্জি, অন্ডাল :- গতকাল রাত্রি থেকে নিম্নচাপের জেরে সমগ্র পশ্চিম বর্ধমান জেলায় চলছে প্রচণ্ড ঝড় বৃষ্টি । প্রবল বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় জল জমে বাড়িয়েছে বিপত্তি । বৃষ্টির সাথে সাথে ঝড়ের কারণে রাস্তায় গাছ পড়ে বন্ধ হয়েছে রাস্তা।
এমনই ঘটনা ঘটেছে অণ্ডালের পলাশ বোন ১২ নম্বর থেকে দামোদর কলোনি যাওয়ার একমাত্র বিকল্প রাস্তার। গতকাল রাতে বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড ঝড়ের কারণে বিশাল গাছ রাস্তার ওপর পড়ে ঘটিয়েছে এই বিপত্তি । বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি হলেই অন্ডালের নর্থ ও সাউথ বাজার যাওয়ার যে রেল পুল সেটি জলে ডুবে যাওয়ায় বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তাটি ব্যবহার করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আশরাফ আলী জানান ,অন্ডালের নর্থ ও সাউথ বাজার যাওয়ার জন্য ব্যবসায়ী থেকে অন্যান্য মানুষ রেল পুল দিয়ে যাতায়াত করেন কিন্তু বৃষ্টিপাত বেশি হলে রেল পুল ডুবে যাওয়ায় বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তাটি ব্যবহার করে থাকেন । এ অবস্থায় গতকাল রাত থেকে বিকল্প রাস্তাটিও গাছ পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন স্থানীয়রা।
তিনি জানান এই রাস্তা দিয়ে দু চাকা এবং ছোট চাকার গাড়ি যাতায়াত করতে পারে এই মুহূর্তে কোনো কারণে কোনো ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হলে সমস্যায় পড়তে হবে । কারণ বৃষ্টির কারণে রেল পুল জলে পরিপূর্ণ রাস্তা বন্ধ। অন্যদিকে বিকল্প রাস্তাটিও গাছ পড়ে যাওয়ার কারণে অবরুদ্ধ। এমন অবস্থায় যাতায়াতে খুব সমস্যা হচ্ছে।
যদিও এ ব্যাপারে অন্ডালের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস জানান ইতিমধ্যেই রাস্তা থেকেও গাছটি সরিয়ে রাস্তা পরিষ্কার করার জন্য লোক পাঠানো হয়েছে। খুব শীঘ্রই বিকল্প রাস্তাটি স্বাভাবিক হয়ে উঠবে।