নিজস্ব প্রতিনিধি:- বর্ষা হলেই এই এলাকায় জল জমে। রাস্তাঘাটে জল থৈ থৈ করে। পায়ে হেঁটে এমনকি টোটো রিক্সায় যাতায়াত দুরুহ।বাম আমল থেকে চলে আসা এই ভোগান্তির ট্রাডিশনের অবসান চান বর্ধমান শহরের ২ আর ৩ নং ওয়ার্ডের কিছু এলাকার মানুষ।
এমনিতে দেখে মনে হবে এটা কোনো নদীর জল রাস্তায় উঠে গেছে।কিন্তু এটা বর্ধমান শহরে দুটি ওয়ার্ডের মাঝ দিয়ে যাওয়া রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তা কলেজ মোড় থেকে হসপিটাল যাবার রাস্তা। প্রতিনিয়ত এই রাস্তা ধরে অ্যাম্বুলেন্স যাতায়াত করে। গুরুত্বপূর্ণ রাস্তায় গত দুদিনের টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জল বেড়েছে। এই যন্ত্রণার অবসান চান এলাকার মানুষজন।
টোটোচালক শেখ ডাব্লু জানান, এই রাস্তা দিয়ে দরকারি কাজে মানুষকে নিয়ে যেতে হয়। টোটোর পাদানি অবধি জলে ডুবে যাচ্ছে।এলাকার বাসিন্দা শেখ ইমতিয়াজ জানান, এটা কোন নতুন ঘটনা নয়। বাম আমল থেকে এই ঘটনা ঘটে আসছে।তারা চান নিকাশির ব্যবস্থা ভাল হোক।ড্রেন উঁচু করা হোক।