নীলেশ দাস,আসানসোল:- শুক্রবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির ফলে জলমগ্ন আসানসোল রেলপার অঞ্চল। থমকে গিয়েছে জনজীবন। সেইরকমই দেখা গেলো আসানসোল উত্তর বিধানসভার রেলপার অঞ্চলে। অনেকেরই বাড়িতে বৃষ্টির জল ঢুকে গিয়েছে। প্রতিবছরই এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে দেখা যায় সাধারণ মানুষকে।
স্থানীয়রা জানান অনেকবার আসানসোল পৌরনিগমকে জানানো হলেও,প্রতিবারের মতো এসে দেখে যায় শেষমেশ কিছুই হয়না। স্থানীয়দের দাবি অবিলম্বে এই সমস্যা সমাধান করুক আসানসোল পৌরনিগম। পাশাপাশি, আসানসোল রেলপার যাওয়ার পথে রেল টানেলও জলমগ্ন হওয়ার কারণে অনেক মানুষের যাতায়াত করতে অসুবিধা সম্মুখীন হতে দেখা যায়।
অন্যদিকে কুলটির নিয়ামতপুর প্রিয়া কলোনিতেও অতি বৃষ্টির কারণে জলমগ্ন,অনেকেরই বাড়িতে ঢুকেছে জল। রাস্তায় এক কোমর জল হওয়ার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।