নিজস্ব প্রতিনিধি:- গতকাল বিকাল থেকে টানা বৃষ্টিতে ব্যাহত জনজীবন। পূর্ব বর্ধমান জেলার সর্বত্রই বৃষ্টি হওয়ায় জল যন্ত্রণার চিত্র অব্যাহত জেলা জুড়ে। গত কয়েকদিনের বৃষ্টিতে বর্ধমান শহরের বাঁকা নদীর জল বাড়ায় নদী সংলগ্ন বেশ কয়েকটি ওয়ার্ড গত দুইদিন ধরে জলমগ্ন ছিল। গতকাল থেকে টানা বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে।
বাঁকা নদীর জল বৃদ্ধি পাওয়ায় শহরের বিধানপল্লী, পীরবাহারাম, বাজেপ্রতাপপুর, লাকুর্ডি, ইছলাবাদ সহ বেশকিছু জায়গার মানুষজন স্থানীয় স্কুল ও ক্লাবে আশ্রয় নিয়েছে। এছাড়াও প্রবল বর্ষণে বর্ধমান শহরের বেশ কয়েকটি নীচু জায়গা জলমগ্ন হয়েছে। শহরের পার্কাস রোড,লস্করদীঘি এলাকা জলমগ্ন হয়েছে।বাড়িতেও জল ঢুকে গেছে।
গুসকরা ও মেমারী শহরের বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন। গুষকরার এক নম্বর ওয়ার্ডে দুটি মাটির বাড়ি ভেঙে পরেছে। মেমারী শহরের পারিজাত নগর এলাকায় জল জমে যাওয়ায় সমস্যায় ঐ অঞ্চলের মানুষজন। এছাড়াও জেলার জামালপুর, রায়না,খন্ডঘোষ, মেমারী, আউসগ্রাম, গলসি,বর্ধমান ১, বর্ধমান ২, ভাতার ব্লকের বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলের তলায়।