নীলেশ দাস,আসানসোল:-বিধি নিষেধ কার্যকর করতে মাস্ক অভিযান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। বিনা মাস্কে অহেতুক ঘোরাফেরা করলে পুলিশ আইনি ব্যাবস্থা নেবে।বিধি নিষেধের আরো কঠোর ভাবে কার্যকর করতে নাইট কারফিউ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। অনেক মানুষ রয়েছে বিধি নিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘোরাফেরা করছে। অন্যদিকে নাইট কারফিউ রাত ৯টার থেকে ভোর ৫টা পর্যন্ত থাকা সত্বেও মানুষ বেজায় ঘুরে বেড়াচ্ছে,এবং বিভিন্ন দোকানপাট খোলা থাকছে।
করোনার তৃতীয় ঢেউ আসার আগে রাজ্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। রাজ্যের পাশাপাশি আসানসোলের কুলটিতেও বুধবার রাতে সেইরকমই ছবি দেখা গেলো নিয়ামতপুর বাজারে। হটাৎ নিয়ামতপুর বাজারে মাস্ক অভিযান চালাতে গিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটির পশ্চিম এসি পি ওমর আলী মোল্লা,দেখেন দেদার কেনাবেচা চলছে দোকানে মুখে মাস্ক ছাড়াই। আবার অনেক মানুষের মুখে মাস্ক নেই। বিনা মাস্কে পথচলতি মানুষরাও ঘোরাফেরা করছে। কুলটি পশ্চিম এসি পি ওমর আলী মোল্লা মাস্ক অভিযান চালানোর সময় দৃশ্য ছিলো চোখে পড়ার মত।
দোকানদারদের হুড়োহুড়ি লেগে যায় দোকান বন্ধ করার জন্যে। এদিন অনেক মানুষ অহেতুক ঘোরাফেরা করার সময় তাদের সাথে কথা বলেন এসি পি ওমর আলী মোল্লা তৃতীয় ঢেউ আসার সম্বন্ধে। এবং করোনার বিধি নিষেধ মানার জন্য অনুরোধ করেন।পাশাপাশি দোকান দারদের বলা হয় বিনা মাস্কে কেউ জিনিস নিতে এলে তাদেরকে দেবেন না এবং সাধারণ মানুষকে মাস্ক পরার অনুরোধ করেন। আরো বলেন অহেতুক কোনো মানুষ বিনা মাস্কে ঘোরাফেরা করলে পুলিশ আইনি ব্যাবস্থা নেবে বলে জানান।