তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো সেনা কর্মী ধরা পড়লো বুদবুদে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদ বাজারে। ধৃত যুবকের নাম করণ যাদব।৩২ বছরের করন যাদবের বাড়ি উত্তরপ্রদেশের গাজীপুর জেলার ঘামার গ্রামে।
গত কয়েকদিন ধরে সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে পূর্ব বর্ধমানের বুদবুদ বাজারে ওই যুবককে সেনাবাহিনীর পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা যায়। এলাকার বেশ কয়েকজন বেকার যুবক কে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ। বুদবুদের কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা এই বিষয়টি সেনার আধিকারিকদের জানান। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে পানাগড় সেনা ছাউনির আর্মি ইন্টেলিজেন্স বিভাগের কর্মীরা।
পানাগড় সেনা ছাউনির আর্মি ইন্টালউজেন্স বিভাগ ও বুদবুদ থানার পুলিশের যৌথ উদ্যোগে গত ২৬তারিখে সন্ধ্যা নাগাদ ওই যুবককে বুদবুদ বাজার থেকে আটক করে বুদবুদ থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে বুদবুদ থানার পুলিশ ও আর্মি-ইন্টেলিজেন্স বিভাগের কর্মীরা।
পুলিশের জেরা ওই যুবক স্বীকার করে যে বহু চাকরিপ্রার্থীদের কাছে মোটা টাকার বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দিত। তাদের আর্মি ট্রেনিং সেন্টারে সরাসরি ভর্তি করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলতো ধৃত যুবক।
যাতে চাকরিপ্রার্থীদের কোনরকম ভাবে সন্দেহ না হয় তাই সেনাবাহিনীর পোশাক পড়ে তাদের ভরসা দিত। এলাকার কয়েকজন বেকার যুবকের কাছে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করে ওই যুবক। এলাকারই যুবক দের সন্দেহ হলে তারাই এই বিষয়টি সেনার আধিকারিকদের জানানোর পর সেনা কর্মীরা এই বিষয়ে তদন্তে নামে।
বুদবুদ থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে পরের দিন দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক ওই যুবককে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তিন দিনের পুলিশ হেফাজতের পর শুক্রবার ওই যুবককে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি জানিয়েছেন সেনা কর্মীরাই তাদেরকে এই বিষয়ে খবর দেয় তারপর এই যৌথ অপারেশন করে ওই যুবককে গ্রেফতার করা হয়।
তবে এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে কারোর কাছে সেই ভাবে টাকা নিতে পারেনি। বুদবুদে ওই যুবক কোথায় থাকত তা জানা যায় নি। তবে বুদবুদ থানা সূত্রে জানা গেছে ওই যুবকের সাথে সেনায় ভর্তি করানোর ব্যাপারে সেনার সাথে কোন যোগাযোগ নেই।