নিজস্ব প্রতিনিধি:- 'মাস্ক আপ বর্ধমান' কর্মসূচির উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। মূলত করোনার তৃতীয় ঢেউকে রুখতে সাধারন মানুষজনকে সতর্ক করতেই এই উদ্যোগ বলে জানান পুলিশ সুপার। তিনি জানান, বর্ধমান শহরে মিউনিসিপ্যালিটির সামনে ও বীরহাটা এলাকায় একটি করে চেকিং ক্যাম্প করা হয়েছে। যেখান থেকে মানুষজনকে করোনার তৃতীয় ঢেউ সম্পর্কে সচেতন করা করার পাশাপাশি তারা যাতে মাস্ক ব্যবহারে জোর দেয় সেবিষয়ে তাদের অবগত করা হবে।
খুব শীঘ্রই শহরে এরকম আরও চারটি ক্যাম্প করা হবে বলে জানান তিনি। পুলিশ সুপার আরও জানান, জেলার প্রত্যেকটি ব্লকে এই ধরনের বিশেষ ড্রাইভ চলছে। যেখানে মাস্ক ছাড়া যে সব মানুষজন রাস্তায় বের হবেন তাদের মাস্কের প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি পুলিশের তরফে মাস্ক দেওয়া হবে। আজ এই কর্মসূচির উদ্বোধনের দিনে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্কবিহীন পথচলতি মানুষদের মাস্ক দেওয়া হয়। এই ধরনের প্রত্যেকটি ক্যাম্প থেকে কোভিডের পাশাপাশি হেলমেট ব্যবহার নিয়েও বাইক আরোহীদের সচেতন করা হবে বলে জানান পুলিশ সুপার। আজকের এই কর্মসূচির উদ্বোধনে পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।