সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর:-খবরের জের কয়লার কাদা থেকে গুলি বানিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে জীবিকা নির্বাহ করছে লাউদোহায় জামগড়া এলাকার বেশকিছু আদিবাসী ও গরিব মানুষেরা। সেই খবর সংবাদমাধ্যমে আসার পর, পাণ্ডবেশ্বরের আশার আলো নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ওই মানুষগুলোর সাহায্যে এগিয়ে এল। সংস্থার তরফ থেকে আজ ওই মানুষগুলোর হাতে তুলে দেওয়া হলো রেশনের বেশ কিছু সামগ্রী চাল ডাল তেল নুন হলুদ বিস্কুট এবং মাস্ক।