Type Here to Get Search Results !

বচসা থেকে শুটআউট, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কর্মী

সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- বচসা থেকে শুটআউট, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কর্মী । রবিবার সকালে ঘটনাটি ঘটে কেন্দ্রা গ্রামের হাটতলা এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল দশটা নাগাদ কেন্দ্রা হাটতলায় কালাম খান নামে এক যুবকের সঙ্গে বচসা বাধে শ্যামাপদ দাস নামে এক ব্যক্তির । শ্যামাপদ ওই যুবককে মারধর করে ।

ঘটনাটি যুবক তার কাকা তৃণমূল কর্মী নূর মোহম্মদ খান (গব্বর )- কে ফোন করে জানায় । ছেলে ফিরোজ কে সাথে নিয়ে তৎক্ষণাৎ গব্বর খান বাইক নিয়ে ঘটনাস্থলে আসেন । তখন গব্বর- কে লক্ষ্য করে শ্যামাপদ গুলি চালায় বলে অভিযোগ । 

গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় । দ্বিতীয়বার গুলি চালানোর চেষ্টা করে শ্যামাপদ কিন্তু বন্ধুকটি লক হয়ে যায় । এর এরপরই এলাকা থেকে চম্পট দেয় শ্যামাপদ । দিনের বেলায় প্রকাশ্যে শুট আউটের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । 

ঘটনা প্রসঙ্গে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান অভিযুক্ত শ্যামাপদ বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত । শান্ত পান্ডবেশ্বর এলাকা-কে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি । আজকের এই ঘটনা তারই  প্রমাণ । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান নরেন্দ্রনাথ বাবু । বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পান্ডবেশ্বর থানা সূত্রে খবর।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad