গাড়ির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হল এক সাইকেল আরোহীর। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পূর্ববর্ধমানের গুসকরা শহরের ধারাপাড়া এলাকা। স্থানীয়রা দেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ শুরু করেন। প্রথমে পুলিশকে দেহ উদ্ধার করতে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই অতিরিক্ত পুলিশ বাহিনী দুর্ঘটনাস্থলে আসে। তারপর পরিবারের সঙ্গে কথা বলে প্রায় আধঘণ্টা পর দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম অজিত লোহার(৩৫)। তার বাড়ি গুসকরা পুর এলাকার সুশীলার লোহারপাড়ায়। সে স্থানীয় একটি হিমঘরে গাড়ি চালক। শনিবার সন্ধ্যায় কাজ সেরে গুসকরা মানকর সড়কপথ ধরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। সেসময়ই পিছন দিক থেকে আসা একটি মারুতি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। সাইকেল নিয়ে অজিত লোহার ছিটকে পড়ে রাস্তার ফুটপাতে। এরপরেই উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে ধরার দাবি তুলে রাস্তার উপরে বিক্ষোভ শুরু করে।