দিব্যেন্দু গোস্বামী, বীরভূম:-মিঠুন বাগদী নামে খয়রাশোল ব্লকের বিজেপির বুথ সহ-সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামে। জানা যায়, বেশ কিছুদিন আগে গ্রামেরই ১০০ মিটার দূরে রক্তাক্ত দেহ উদ্ধার হয় ২৭ বছর বয়সী রাজু বাগদী নামে একজনের। মিঠুন বাগদীর নামে অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকেরা। তারপর সে তিনমাস ধরে জেল হেফাজতে ছিল। জামিন নিয়ে আজ বাড়ি ফিরলে মৃত রাজু বাগদীর পরিবারের লোকেরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে কাঁকড়তলা থানার পুলিশ মিঠুন বাগদীকে উদ্ধার করে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ইতিমধ্যেই পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।