দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- করোনা মহামারীর কথা মাথায় রেখে যখন রাজ্য ও কেন্দ্রীয় শিক্ষা বোর্ড একের পর এক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তখন সম্পুর্ন উল্ট পথে হাঁটতে দেখা গেল বিশ্বভারতীকে।গতকাল বিশ্বভারতীর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে বলা হয়, ২০২১-এর পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে।বিশ্বভারতীর পাঠভবন ও শিক্ষাসত্রের দশম ও দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটি নেওয়া হবে। তবে সেক্ষেত্রে পরীক্ষা লিখিত হবে না, হবে অনলাইনে মৌখিক পদ্ধতির মাধ্যমে। পরীক্ষার দিনক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
তবে, এই বিজ্ঞপ্তি প্রকাশের পর বিশ্বভারতী কর্তৃপক্ষের উপর অসন্তোষ প্রকাশ করেছে একদল পড়ুয়া। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষাসত্রের একজন পড়ুয়ার বক্তব্য, গত এক থেকে দেড় বছর বিশ্বভারতী বন্ধ, ফলে পড়াশুনা সেই অর্থে হয়নি এখন হঠাৎ করে এমন সিদ্ধান্ত কিছুটা হলেও সমস্যার মুখে ফেলবে তাদেরকে।
পাঠভবনের একজন পড়ুয়া আবার দাবি করেন, তারা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে দাবি করেছিলেন পরীক্ষা বাতিল করার জন্য কারন গত দেড় বছরে তাদের ক্লাস সেই অর্থে হয়নি, ফলে স্বাভাবিক ভাবেই তাদের শিক্ষার বিকাশও ঘটেনি সেই অর্থে ফলে রাজ্য ও কেন্দ্রের অন্যান্য বোর্ডের মতোই বিশ্বভারতীও এই পরিস্থিতিতে তাদের পরীক্ষা না করালেও পারতো।
কিন্তু এর মাঝেই আর একদল পড়ুয়া অবশ্য এই সিদ্ধান্তকে সহমতও জানাচ্ছেন, তারা বলছেন পরীক্ষা হলে সঠিক মূল্যায়ন হবে।