দিব্যেন্দু গোস্বামী.বীরভূম:- 'বিজেপি করে করেছি ভুল, এবার আমরা তৃণমূল' এমনটাই লেখা প্ল্যাকার্ডে।আর তা হাতে নিয়ে দেড় শতাধিক বিজেপি কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।নানুরের কীর্ণাহারের কার্যালয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের হাত থেকে দলীয় পতাকা হাতে নিলেন তারা। উল্লেখ্য যোগদানকারীদের একটা বড়ো অংশ কীর্ণাহার বাজার এলাকার ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী।তবে অভিজিৎ সিংহ অবশ্য বলেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেই ছিলেন, নির্বাচনপূর্ব সময়ে একটু দিকভ্রষ্ট হয়েছিলেন আবার ঘরে ফিরে এসেছেন।
যোগদান পর্বে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ নেতৃত্ব। এদিকে লাভপুরের চৌহাট্টা মহদৌরি ১ নং অঞ্চল থেকেও শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগদান করেছে বলে জানা গেছে।