দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- গত দুদিন আগে বীরভূম জেলা শাসক এবং সিউড়ি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যদের সাথে বৈঠক করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এই বৈঠকে মূলত করোনা মোকাবিলায় নিয়ে আলোচনা হয়। আর তার পরেই তিনি পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যক্তিগতভাবে সিউড়ি পৌরসভার মানুষদের জন্য চারটি অক্সিজেন সিলিন্ডার দান করলেন। বর্তমান পরিস্থিতিতে এই সকল অক্সিজেন সিলিন্ডার পেয়ে এলাকার মানুষদের বেশ কিছুটা উপকার হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।