দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- গ্রামীণ মানুষজনদের শ্রমজীবী মানুষদের স্বাস্থ্য পরিষেবায় 'চলমান চেম্বার' ঘুরছে এখন গ্রামে গ্রামে, গ্রামের মানুষের সুবিধা মতন সময়ে।রাতের বেলায় যে সময়ে মানুষ সব কাজ থেকে একটু বিশ্রাম পান ফাঁকা হন সেই সময়েই চলমান চেম্বার পৌঁছে যাচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করতে তাদের বাড়ির দরজায় নাইট হেলথ ক্যাম্পের মাধ্যমে।
গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর এ এক অভিনব উদ্যোগ। এই অতিমারি সময়ে শ্রমজীবী মানুষজনদের চিকিৎসা পরিষেবা দিতে 'চলমান চেম্বার' চলে যাচ্ছে গ্রামে গ্রামে। বীরভূমের সিউড়ি সংলগ্ন বড় আলুন্দা গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা উপহার এর 'FEVER CLINIC ON WHEELS' চলমান চেম্বার নাইট হেলথ ক্যাম্প আয়োজন করেছিল মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে।
সংস্থার পক্ষ থেকে প্রিয়নীল পাল জানান,দিন আনা দিন খাওয়া প্রান্তিক কৃষক, শ্রমিক, মজুররা যেহেতু এখন সকাল থেকেই মাঠের কাজে ব্যস্ত তাই তাদের সুযোগ সময়ে রাত্রিতে এই ক্যাম্প তারা আয়োজন করেছিলেন। যাতে তারা সবাই স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন।
ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের সরকারি চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য সঙ্গে ছিলেন সদর হাসপাতালের টেকনিশিয়ানরা। এই শিবিরে প্রতিটা মানুষের প্রেসার,সুগার, অক্সিজেন টেস্ট সহ করোনা সচেতনতার বার্তাও দেওয়া হয় ।
চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য জানান,রাত্রিকালীন এই ক্যাম্প সত্যিই খুব উপকারী, গ্রামের মানুষজন সারাদিন নানান কাজে ব্যস্ত থাকেন তাই অনেক সময়েই তারা ডাক্তার দেখানো থেকে বিরত থেকে যান তাই রাতের বেলায় চলমান চেম্বারের এই উদ্যোগ খুবই কার্যকরী।
এই ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষের লুকিয়ে থাকা সুগার, এছাড়াও জ্বর, দীর্ঘদিনের গায়ে হাতে ব্যাথা মতন লক্ষণ দেখা যায় যার চিকিৎসা করা হয়। এই শিবিরে সর্বমোট ৭০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এই শিবির চলে সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ৯ টা অবধি ।