দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট । আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছে বহু শ্রমজীবী মানুষ। এক মুঠো অন্নের একমাত্র ভরসা রাজ্য সরকারের দেওয়া রেশন সামগ্রী। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের লাইনডাঙ্গা, কাঁঠালডাঙ্গা, পাহাড়পুর আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। লকডাউনের কারণে এলাকার মানুষজন অতিকষ্টে দিন কাটাচ্ছিল। ওই এলাকার বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও ভাতার থানার পুলিশ।
বৃহস্পতিবার ভাতার থানার ওসি প্রণব কুমার বন্দোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ২৫০ থেকে ৩০০ জন গরীব দুঃস্থ মানুষদের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। তৃপ্তির সঙ্গে এলাকার মানুষজন খাবার গ্রহণ করতে এগিয়ে আসেন। বহুদিন পর ভাত, ডাল, সবজি ও ডিম পাতে পেয়ে মুখে তৃপ্তির হাসি কচিকাঁচাদের। পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন তারা।
ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রনব কুমার বন্দ্যোপাধ্যায়কে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে বারবার। কখনো অসহায় দের বস্ত্র বিতরণ, কখনো আবার ভবঘুরে দের খাওয়ানো, থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যকলাপে একটু নিজেকে নিয়োজিত করে রেখেছেন। পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।