নীলেশ দাস,আসানসোল:- আসানসোল পৌরিনিগমের পৌর প্রশাসকের পদাধিকার নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার আসানসোল বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ছিলো বিজেপির বিদায়ী কাউন্সিলর কে নিয়ে। এই বৈঠকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তুলে বিদায়ী কাউন্সিলর অভিজিৎ আচার্য (বাপ্পা) বলেন,বিধানসভা নির্বাচনে আসানসোল পৌরনিগম এলাকায় বিজেপি ৬৬ টি ওয়ার্ডে জিতেছে বিজেপি। বাকি ৪০ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতেছে। তাই কোভিড পরিস্থিতিতে পৌর নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন এডমিনিসটেটর এর চেয়ারম্যান পদে বাসানো হোক পৌর কমিশনারকে।কোন রাজনৈতিক লোকের এই পদে থাকার অধিকার নেই।
অন্যদিকে, আসানসোল পৌরনিগমের বর্তমান পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা অবাস্তব, রাজনীতিতে যে জেতে সেই হলো সিকান্দার।এখানে মলয় ঘটক, তাপস ব্যানার্জি, বিধান উপাধ্যায় জিতেছে ,এরাই সিকান্দার। তবে এই বিষয়ে স্বরাষ্ট সচিব আছে, সেই ঠিক করে দেবে আসানসোল পৌরনিগম কি করে চলবে,বলে জানান তিনি।