দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- করোনার বিরুদ্ধে চলা লড়াইয়ে প্রথম সারির কর্মী হিসাবে শুধুমাত্র চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নন, পুলিশ সহ অন্য বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষ পরিস্থিতি সামাল দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আজ তাঁদের সম্মান জানাতে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের দুবরাজপুরের দক্ষিণ চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। তাঁরা আজ দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ অফিসার ও কনস্টেবলদের সম্মান জানান। তাঁদের আজ উত্তরীয়, একটি করে চারাগাছ, চকলেট ও মেমেণ্টো তুলে দেওয়া হয় শিক্ষক সমিতির পক্ষ থেকে।
পাশাপাশি, এদিন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরও উত্তরীয়, একটি করে চারাগাছ, চকলেট ও মেমেণ্টো তুলে দিয়ে সম্মান জানানো হয়। তাছাড়াও আজ দুবরাজপুর ব্লকের বিডিও সহ কয়েকজন স্টাফকে সম্মান জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অরিন্দম বোস, দুবরাজপুর দক্ষিণ চক্রের সভাপতি অভিজিত মণ্ডল, সম্পাদক সেখ সামাউন সহ এই চক্রের অনন্যা শিক্ষকরা।