সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- করোনা অতিমারীর কারণে জেরবার সারা বিশ্ব। সাথে সাথে আমাদের দেশও বাদ পড়েনি। সারা দেশের সাথে সাথে দেশের বিভিন্ন রাজ্যে গুলিতে করোনার প্রকোপে নাজেহাল মানবজাতি। করোনার দ্বিতীয় তরঙ্গে গ্রামে গঞ্জে করোনার প্রকোপ সাংঘাতিক আকার নিয়েছে। সরকারি উদ্যোগে বাড়ানো হয়েছে ভ্যাকসিনেশনের সংখ্যাও। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ যদিও নিচের দিকে বলেই মনে করছেন একশ্রেণির চিকিত্সকরা।
এই করোনার কারণেই সরকার লকডাউন ঘোষণা করেছেন নিয়ম করে। আর লকডাউনের ফলে কাজ হারিয়েছে বহু মানুষ। সব থেকে সমস্যায় পথ ভিক্ষুকরা। করোনার জেরে বন্ধ বাস, ট্রেন ।সেরকমভাবে খুলছে না হাটবাজারও। ফলে চরম সমস্যায় পড়েছেন পথও ভিক্ষুকরা। মহামারীর কারণে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করাও সম্ভব হচ্ছে না তাদের। নেই ট্রেন, নেই বাস ভিক্ষা না হলে খাবার জুটবে কোথা থেকে? সারাদিনের ভিক্ষান্নই পেটের ক্ষুধা মেটে তাদের। অল্প করে হলেও দুই বেলা সামান্য খাবার জোটে ভিক্ষার দ্বারাই। মহামারীর জেরে লকডাউন আর এই লকডাউনের ফলেই একেবারে না খেতে পাওয়া ভিক্ষুকরা চরম সমস্যায়।
পাণ্ডবেশ্বর এলাকায় যেসব ভিক্ষুকরা ট্রেনে বাসে ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করতেন তাঁদের পাশে এসে দাঁড়াল "দ্য মিশন" নামে এই স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার পক্ষ থেকে এলাকার ভিক্ষুকদের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবার। সাথে চাল আলু ও মাস্ক। এই চরম দুরবস্থার মধ্যে হাতে একটু হলেও খাবার পেয়ে খুশি ভিক্ষুকরা। আর এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে পেরে স্বাভাবিকভাবেই খুশি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।