সোমনাথ মুখার্জি, জামুরিয়া:-সমাজে একশ্রেণীর মানুষ যারা গরিব, যারা দিনমজুরি করে নিজেদের জীবিকা অর্জন করেন। তারা প্রত্যেক দিনই কাজ করে থাকেন ।যেদিন কাজ জোটে সেদিন খাবার জোটে, যেদিন কাজ থাকেনা সেদিন খাবার জোটেনা।তাই এই গরীব দিনমজুর দের কথা ভেবে সরকার চালু করে ১০০ দিনের কাজের প্রকল্প । যাতে গরীব দুঃখী মানুষেরা তাদের পরিবারকে দুবেলা খাবার তুলে দিতে পারে।
কিন্তু সরকার তাদের কথা চিন্তা করলেও এই দিন দুখিনী মানুষেরা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেনা।এই রকমই একটা অভিযোগ উঠলো পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার বাহাদুরপুর অঞ্চলে।বাহাদুরপুর অঞ্চলের ১০০ দিনের কাজের নথিভূক্ত মানুষেরা আজ বাহাদুরপুর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান।
তাদের দাবি যে ১০০ দিনের কাজের হাজিরা বোর্ডে লেখা আছে ২১৩ টাকা, কিন্তু সে হাজিরা আমরা পাচ্ছি না। আমাদের হাজরি দেওয়া হয় ৬০ টাকা থেকে ৭০ টাকা।একশো দিনের কাজের মজুররা অভিযোগ করেন যখন থেকে ইঞ্জিনিয়ার মাধব বাবু এসেছেন তখন থেকে এ গন্ডগোল শুরু হয়েছে । তার আগে আমাদের হাজরি আমরা ঠিক পেতাম। বিডিও সাহেব তাদের আশ্বাস দিয়ে বলেন, যেখানে ১০০ দিনের কাজ হয়েছে সেখানে গিয়ে দেখবেন কতটা কাজ হয়েছে । সেই কাজের নিরিখে মাপজোক করে তাদেরকে ন্যায্য হাজরি দেওয়া হবে। এর পরই বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।