তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে শ্রমিকদের সাথে কারখানায় বৈঠকে বসলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী ও পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস।
গত কয়েকদিন ধরেই পানাগড় স্টেশন সংলগ্ন একটি বেসরকারি স্লিপার তৈরির কারখানার শ্রমিকরা একগুচ্ছ দাবিতে আন্দোলনে নামেন। অবশেষে শ্রমিকদের সাথে আলোচনায় করে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন তৃণমূল নেতৃত্ব।
দেবদাস বাবু জানিয়েছেন শ্রমিকদের নিয়ে বৈঠক করে তারা কারখানার শ্রমিকদের সাথে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। শিগ্রই কারখায় শ্রমিকদের নতুন কমিটি গঠন করা হবে।তবে তিনি স্বীকার করেছেন আগে যারা কমিটিতে ছিলো তারা শ্রমিকদের শোষণ করেছে।তাই তাদের কমিটি থেকে বাতিল করা হয়েছে। নতুন কমিটি গঠন করে শ্রমিকদের সমিস্যার সমাধান করা হবে।