নীলেশ দাস,আসানসোল:-করোনা সংক্রমনের কারণে সরকার কার্যত লকডাউনের ঘোষণা করাতে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সংগঠন দ্বারা রক্তদান শিবির। করোনা সংক্রমনের ভয়ে অনেক সংগঠন রক্তদান শিবির বন্ধ করে দেবার ফলে রক্তের আকাল দেখা দিয়েছে সরকারি ব্লাড ব্যাংকে,রক্তের জন্য মুমূর্ষু রুগীদের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন।
করোনা সংক্রমণ কিছুটা কম হওয়াতে এবং রক্তের সংকট কিছুটা কম হওয়ার উদ্দেশ্যে ভলেন্টারি রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পূর্ব রেলওয়ের আসানসোল শাখার টিকিট পরীক্ষক সংগঠন। শণিবার আসানসোল স্টেশনে ১নং প্লাটফর্মে টিকিট পরীক্ষক সংগঠন দ্বারা আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিভিসনাল রেলওয়ে ম্যানেজ্যার সুমিত সরকার। ডিআরএম সুমিত সরকার টিকিট পরীক্ষক সংগঠনকে কোভিড পরিস্থিতিতে সাহস করে রক্তাদান শিবিরের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং রেলওয়ের বিভিন্ন অসুবিধায় তাদের অবদান প্রশংসনীয়।
২৫ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে রক্তদান শিবিরের মাধ্যমে। এদিন ডি আর এম ছাড়া এডিআরএম এম.কে. মিনা, সিনিয়ার ডিসিএম চিত্তরঞ্জন ঝা, ডিসিএম অঞ্জন কুমার, টিকিট পরীক্ষক সংগঠনের সভাপতি এ. সেনগুপ্ত, সম্পাদক মলয় মজুমদার ( বাপি) কার্য্যকারী সভাপতি তনু দত্ত, জনসংযোগ আধিকারিক নসীম খান উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে।