নীলেশ দাস,আসানসোল:-চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।প্রসঙ্গত, গত বুধবার ৯ তারিখ নিয়ামতপুর মন্দির পাড়ার বাসিন্দা বরুণ সাহার বাড়ি থেকে চুরি যায় কিছু সোনার গহনা। সূত্রে জানা যায় ৯৯ গ্রামের সোনা চুরির অভিযোগ দায়ের করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে। এই অভিযোগ পেয়ে তদন্ত করে পুলিশ অভিযান চালিয়ে নিয়ামতপুর লিথুরিয়া রোডের বাসিন্দা দীপক সাউকে গ্রপ্তার করে। অন্যদিকে জানা যায় চুরি যাওয়া সোনার গহনা, সে চুরি করেছে বলে শিকার করে । শনিবার পুলিশ তাকে আসানসোল আদালতে পেশ করে বলে জানা যায়।