নীলেশ দাস, আসানসোল:- শনিবার কুলটির চিনাকুড়ি গুরদোয়ারায় নিষ্কাম শিখ ওয়েলফেয়ার কাউন্সিল ও গুরু গোবিন্দ সিং স্টাডি সার্কেল এর যৌথ উদ্যোগে। পাঁচটা অক্সিজেন কনসেনট্রেটর মেসিনের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা এডিডিএর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী, জামুড়িয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং।
মন্ত্রী মলয় ঘটক জানান বিভিন্ন সময়ে দুঃস্থ পরিবারদের সহায়তার জন্য সরকারের পাশাপাশি শিখ সমাজ এগিয়ে এসেছেন। করোনা মহামারীর সময় শিখ সমাজ শুরু থেকে বিভিন্ন সামগ্রী দিয়ে সরকারকে সহযোগিতা করছেন। করোনা আক্রান্ত রুগীরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছিল, সরকারের পাশাপাশি শিখ সমাজ এগিয়ে এসে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন।
শনিবার পাঁচটা অক্সিজেন কনসেনট্রেটর মেসিন জেলার জনগণের সেবার জন্য তুলে দিয়েছেন আগামী দিনে দুটো সেফ হোম এবং ইএসআই হাসপাতালের জন্য আরো অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেবেন। এডিডিএর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী জানান কুলটি গুরুদুয়ারাতে এডিডিএর পক্ষ থেকে ৬৫ লক্ষ্য টাকা খরচ করে লঙ্গরখানা ভবন তৈরী করা হবে বলে জানান।