প্রতিনিধি,বসিরহাট:- বসিহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানা কাটাখালী এলাকার ঘটনা। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সুন্দরবনের দুর্গতদের জন্য রাখা চালডাল সরষের তেল ত্রিপল চুরি করে নিয়ে পালায়। ভোর বেলায় এসে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় যে ঘরে ত্রানের মাল রাখা ছিল সেখান থেকে অর্ধেক মাল চুরি হয়ে গেছে। এরই প্রতিবাদে পার হাসনাবাদ ও লেবুখালী রোড কাটাখালীতে দুর্গতরা টায়ার জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবরোধ বিক্ষোভ এ বসেন। অবিলম্বে দুষ্কৃতীকে গ্রেফতার করতে হবে এই প্রতিবাদে তারা দীর্ঘক্ষন অবরোধ করে রাখেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।এর পিছনে কোন দুষ্কৃতী চক্র কাজ করেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। যেভাবে সুন্দরবন যশে বিধ্বস্ত সরকারি ত্রাণ মানুষের জন্য রাখা হয়েছিল তাই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে সুন্দর বন বাসিরা।