Type Here to Get Search Results !

ফেসবুকে বিতর্কিত পোস্ট, প্রতিবাদ করায় বেধড়ক মারধর মা,মেয়েকে

প্রতিনিধি,বসিরহাট:- বসিরহাট মহকুমা হাড়োয়া থানার গোপালপুরে ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগানআটি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় গ্রামেরই আলম চাদ মৌলভী নামে এক যুবক বধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কয়েকদিন আগে তারপর প্রতিবাদ করলে গতকাল সোমবার গভীর রাতে অভিযুক্ত আলম চাদ এবং সঙ্গে তার দলবল আচমকা ঘুমন্ত অবস্থায় তাদেরকে ডাকে এবং উঠলে প্রথমে গৃহবধূকে মারধর করে তারপর মা কে বেধড়ক মারধর করে এবং টেনে নিয়ে যায় ধর্ষণ করার জন্য। বেধড়ক মারধর করে কিল, চর, ঘুষি, রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। 

পাল্টা বধুর চিৎকারে পালায় অভিযুক্ত।  স্থানীয় লোকজন  খবর পেয়ে খাদিজা বিবি কে আশঙ্কাজনক অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ।অবস্থার অবনতি হলে স্থানান্তরের কথা বলে চিকিৎসকেরা, তারপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েও অবস্থা আশঙ্কাজনক থাকে সেখানকার চিকিৎসকেরাও তাকে স্থানান্তর করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ খাদিজা বিবি। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক তার শরীর দিয়ে যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে ।ঘটনায় ৩ জনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad