প্রতিনিধি,বসিরহাট:- আমফানের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে হিঙ্গলগঞ্জ বেশকিছু নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জ বিস্তীর্ণ এলাকা। সেই সমস্ত অসহায় মানুষদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার হিঙ্গলগঞ্জ এ আসেন তৃণমূলের রাজ্য মহিলা সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জী। সঙ্গে ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী, হিঙ্গলগঞ্জ তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী ,হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা মৃধা, শিক্ষক তুষার মন্ডল ।
এদিন তিনি লেবুখালী লঞ্চ ঘাটে এসে লঞ্চে করে হিঙ্গলগঞ্জ রূপমারি সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এবং বেশ কিছু ত্রাণ শিবিরে ও তিনি যান। সেখানে গিয়ে অসহায় মানুষদের নানারকম অসুবিধার কথা শুনেন তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ওই সমস্ত অসহায় মানুষদের হাতে বিভিন্ন ধরনের শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন। শুধু খাদ্য-সামগ্রীই নয় করোনার কথা মাথায় রেখে ওই সমস্ত অসহায় মানুষদের হাতে মাক্স স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি করণা স্বাস্থ্যবিধি মেনে চলার বিশেষ অনুরোধ করেন তিনি।