টোটোর ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই যুবক। বিদুৎতের খুঁটিতে বেঁধে চলল গণধোলাই। বর্ধমান শহরের বিধানপল্লী এলাকার ঘটনা। শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি যাচ্ছিল টোটোর ব্যাটারি। তবে ধরা পরছিল না চোর। গতকাল রাতে বিধানপল্লী এলাকার সুজয় রায়ের বাড়িতে টোটোর ব্যাটারি চুরি করতে যায় দুই চোর।
ব্যাটারি খোলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় টোটোচালক সুজয় গুইয়ের। চোর দের পিছনে ধাওয়া করে ধরে ফেলে একজনকে। পরে তার মাধ্যমে আরও একজনকে ধরে এলাকার মানুষজন। এলাকায় এর আগেও অনেকবার টোটোর ব্যাটারি চুরি হয়েছে। তাই চোর ধরতে পেরে দু'জনকেই পোষ্টে বেঁধে রেখে চলে মারধর।
সুজয় বাবু জানান, রাতে ব্যাটারি খোলার আওয়াজ পেতেই উঠে দেখি চোর আমার পারারই এক যুবক। তার পিছনে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করে তাকে ধরা হয়। এলাকার দীর্ঘদিন ধরেই এরা এসব অসৎ কাজের সাথে যুক্ত। এলাকার আরেক বাসিন্দা সূর্য রায় জানান, গত পরশু রাতে আমার টোটো থেকেও ব্যাটারি চুরি করা হয়েছে। এদের সাথে আরও অনেকে যুক্ত আছে বলে আমরা মনে করছি।