Type Here to Get Search Results !

ইয়াস দুর্গত মানুষদের পাশে দাঁড়ালো শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা

প্রতিনিধি,বসিরহাট:- ছাত্র-শিক্ষকদের মিলিত প্রয়াসে দূর্গতদের মুখে উঠল অন্ন।বসিরহাটের ছাত্র-শিক্ষকদের সংগঠন ভোরের আলোর প্রয়াসে বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ ব্লক এর রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছালো।  সুন্দরবনের উপকূল সংলগ্ন গ্রাম গুলির মধ্যে রূপমারি গ্রাম একটি অন্যতম বন্যা কবলিত অঞ্চল। যেখানে ঝড়,অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগে পার্শ্ববর্তী কালিন্দী নদীর জল ফুলেফেঁপে উঠে তীরবর্তী অঞ্চল কে ভাসিয়ে দেয়। গত ২৫ শে মে সুপার সিভিয়ার সাইক্লোন ইয়াস-এর প্রকোপে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই রূপমারি অঞ্চল। সেখানে সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে। সেরকমই চাল,ডাল, বিস্কুট, মুড়ি,পানীয় জল সহ বিভিন্ন শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে দুর্গত এলাকার মানুষদের কাছে পৌঁছে গেছে ভোরের আলো সংগঠনের ডক্টর মৃণালকান্তি মন্ডল, মাসুম বিশ্বাস,প্রশান্ত দত্ত ,মলয় রায়, উত্তম মন্ডল মতো সদস্যরা। যার ফলে এই এলাকার মানুষদের মুখে জুটেছে অন্ন। এই ত্রাণ পেয়ে আপ্লুত দুর্গতরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad