দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- 'তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম রটিয়েছিলাম। বিজেপি জেলা নেতৃত্ব তৃণমূলের নামে মিথ্যা বদনাম করার জন্য এবং মানুষকে ভুল বোঝানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছিল। সেজন্য আমরা বিধানসভা ভোটের আগে তৃণমূলের নামে মিথ্যা বদনাম করছিলাম। তৃণমূল জেতার পর আমাদের সেই ভুল ভাঙে। আমরা ক্ষমাপ্রার্থী।' লাভপুর ব্লকের অধীনে বিপ্রটিকুরি অঞ্চলে বিজেপি কর্মীরা সকাল থেকেই তারা এলাকায় মাইকিং শুরু করে ক্ষমা চাইলো।
তারা নিজেদের উদ্যোগে এই মাইকিং করছে বলে জানান। তারা আরো বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করছে। কিন্তু বিজেপি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে ও মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি সরকার। লাভপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনার কাছে আমাদের আবেদন আমরা তৃনমূল কংগ্রেসের ফিরে যেতে চাই। দয়া করে আপনি বিবেচনা করে ব্যবস্থা করুন।' লাভপুর ব্লকের বিপ্রটিকুরি অঞ্চলে বিভিন্ন এলাকায় ও বাজারে এই মাইকিং দেখা গেলো। আর এইরকম মাইকিং ঘিরে ফের বীরভূমে বিজেপি জেলা নেতৃত্ব অস্বস্তিতে পড়ল।