তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসার গোপালপুরে একটি বেসরকারি কারখানায় গত কয়েক মাস আগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় বহুমূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেয় চোরের দল। ঘটনার পর থেকেই চুরির তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ।সূত্র মারফত খবর পেয়ে দুর্গাপুরের ওয়ারিয়া এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে নাগরাজ রায়, গোবিন্দ চৌধুরী, এবং ভোলা চৌধুরী, তিনজনেই দুর্গাপুরের ওয়ারিয়ার মানা এলাকার বাসিন্দা। চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।